আবাসিক সিট নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে উত্তেজনা

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩; সময়: ১১:৩৬ am | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবাব আব্দুল লতিফ হলের আবাসিক সিট নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সোমবার (১৩ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের ৩২২ নম্বর কক্ষে থাকতেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিবেক সাহা। তিনি হল ছাত্রলীগ সভাপতি শামীম হোসেনের রাজনীতি করতেন।

পরে বিবেক সাহাকে নামিয়ে ওই কক্ষে অন্য একজন শিক্ষার্থীকে তুলে দেন রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী তাফকিফ আল তৌহিদ নামের এক ছাত্রলীগ নেতা। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের (২০১৫-১৬) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমস্যা সমাধানে ওই হলে রাত সাড়ে ১১ টার পরে এসে উপস্থিত হন এবং প্রায় রাত দেড়টার দিকে সমস্যার সমাধান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সকলকে শান্ত থাকতে বলেন।

জানা যায়, ঘটনাস্থলে বহিরাগতদের উপস্থিত দেখা যায়। তারা নবাব আব্দুল লতিফ হলের সভাপতি শামীমের সমর্থনে এসেছিলেন।

তারা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হাসনাইন মুত্ত্বাকি বিষ্ময়,সহ-সভাপতি অনিক মাহমুদ বনি, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ শেখ।

বিশ্ববিদ্যালয়ে তারা কেনো প্রবেশ করেছেন তা জানতে চাইলে সহ-সভাপতি হাসনাইন মুত্ত্বাকি বিষ্ময় বলেন, আমরা জানতে পারলাম বিনোদনপুরে নাকি শিবির ককটেল ফাটালো।

তাই ওদিকে গেছিলাম। বিশ্ববিদ্যালয়েও তখন নাকি একটা ইস্যূ হয়েছে। তাই সেখানে গেছিলাম। পরে চলে এসেছি। আমাদের কেউ ডাকে নি।

ঘটনায় সিট থেকে নামিয়ে দেয়া শিক্ষার্থী বিবেক সাহা বলেন, তৌহিদ আমাকে ডেকে সিট ছাড়ার কথা বলে এবং ওই সিটে অন্য এক শিক্ষার্থীকে তুলে দেয়ার কথা বলে।

আমি তাকে আমার রাজনীতি করার বিষয়টি বলি এবং সিট ছাড়তে অস্বীকৃতি জানাই।

পরে তৌহিদ আমার সিট থেকে জিনিসপত্র নামিয়ে দিয়ে অন্য একজনকে ওই সিটে তুলে দেয়। সভাপতি, সাধারণ সম্পাদক এসে আলোচনা করেছেন। তারা খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান করবেন বলেও জানিয়েছেন।

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, হলে সিট নিয়ে ছোট একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আর সেক্রেটারি গিয়ে সমাধান করে দিয়েছি। আর কোন সমস্যা নাই।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন