সিরাজগঞ্জে এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ৪৩ জন প্রার্থী

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩; সময়: ১:২৩ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্বাচনমুখী রাজনীতিবিদরা মনোনয়ন দাখিল করছেন।

সকালে সিরাজগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত ড. জান্নাত আরা তালুকদার হেনরী জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসারে কাছে তার মনোনয়ন পত্র দাখিল করেন।

সিরাজগঞ্জ ২ আসনে ৫ প্রার্থী মনোনয়ন তুলেছেন। আজ প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন সময়ে মনোনয়ন জমা দেবার কথা রয়েছে।

মনোনয়ন দাখিল শেষে আওয়ামী লীগের প্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, ভোটারদের ভোট কেন্দ্রমুখী হতে ইতিমধ্যেই আওয়ামী লীগের প্রতিটি ইউনিট কাজ করছে।

এবার ভোটার উপস্থিতি নিশ্চিত করবেন তারা। আর ভোটে বিজয়ী হলে সিরাজগঞ্জকে তিলোত্তমা নগরীতে পরিনত করবে তাদের সরকার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন