রাজশাহী-১ আসনে মনোনয়ন দাখিল করলেন বিএনএম প্রার্থী শামসুজ্জোহা

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩; সময়: ৫:২০ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী শামসুজ্জোহা বাবু।

বৃহস্পতিবার (৩০ নভেম্বার) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী রিটানিং অফিসার ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলামের নিকট আনুষ্ঠানকিভাবে মনোনয়ন পত্র দাখিল করেন।

শামসুজ্জোহা বাবু, রিটানিং অফিসার ও জেলা প্রসাশকের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- তার পিতা আব্দুল লতিফ, চাচা মশিউর রহমান।

তবে তার বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটারা বাহিরে অবস্থান করছিল।

এদিকে সহকারী রিটানিং অফিসারের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর মনোনয়ন পত্রের একটি কপি জমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম নাসিম।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন