রাজশাহী-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন জাতীয় পার্টির আবুল হোসেন

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩; সময়: ১১:৩৯ am | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পত্র জমা দেন মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেন। সহকারী রিটার্নিং ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নুর হোসেন নির্ঝরের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেন নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিল শেষে আবুল হোসেন সাংবাদিকদের বলেন, আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি আনন্দিত ও অভিভূত।

সেজন্য মাননীয় চেয়ারম্যান ও আমার দলের প্রতি আমি কৃতজ্ঞ। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে আমি আশাবাদী জনগণের ভোটের মাধ্যমে জয়লাভ করবো।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন