রাজশাহী-৫ আসনে ২ আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবদেক : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল, পেন্ডিং ও বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ।
তিনি জানান, রাজশাহী-৫ আসন থেকে নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দুইটি বাতিল করা হয়েছে। আর সাতজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, স্বাক্ষরযুক্ত ভোটারদের তালিকায় গড়মিল ও একটি মামলার তথ্য অসম্পুর্ণ থাকায় আহসান উল হক মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও একটি নমুনা স্বাক্ষর সঠিক না হওয়া ও একটি মামলার তথ্য উপস্থাপন না করায় ওবায়দুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। আর্থীক প্রতিষ্ঠানে পাওনা থাকায় আলতাব হোসেন মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া দুইজনের মধ্যে আহসান উল হক মাসুদ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওবায়দুর রহমান জেলা যুবলীগের সাবেক সহসভাপতি।
যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, বর্তমান এমপি ডা. মনসুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন, গণফ্রোন্টের প্রার্থী মোখলেসুর রহমান, জাকের পার্টির শরিফুল ইসলাম, বিএনএম এর প্রার্থী শরিফুল ইসলাম ও বিএসপির প্রার্থী আলতাব হোসেন মোল্লাহ।