শোকজের জবাব দিলেন নওগাঁর ২ প্রার্থী
প্রকাশিত:
ডিসেম্বর ১০, ২০২৩; সময়: ৩:৪৩ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ আদালতে স্বশরীরে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে জবাব দিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সরকার দলীয় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার।
একই সময় জবাব দিতে এসেছিলেন জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. তোফাজ্জাল হোসেন। তারা দুজনই নওগাঁ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা বলেন, শোকজের সন্তোশজন ব্যাখ্যা প্রদানের কারণে আদালত তাদের উপর সন্তোষ্ট হয়ে অভিযোগ থেকে অব্যাহতি দেন। একই সাথে আগামীতে নির্বাচনী আইনের সকল ধারা কঠোরভাবে মেনে চলার নির্দেশও দেয়া হয়।
গত ৫ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে এই দুই প্রার্থীকে শোকজ করে কারণ দর্শানোর নির্দেশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আহসান হাবিব।