রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীর লাশ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩; সময়: ৫:২২ pm | 
খবর > লিড

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলের নিজ কক্ষ থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের নিজ কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকলে সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত ছাত্রের নাম ফুয়াদ আল ফতিব। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র। নিহত ফুয়াদ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের আমিনুল ইসলাম সাজুর ছেলে।

নিহত ফুয়াদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন