আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাদ্যমন্ত্রীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় নওগাঁ-১ (নিয়ামতপুর- পোরশা-সাপাহার) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে জেলার নির্বাচন অনুসন্ধান কমিটি।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নওগাঁ-১ আসনের জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার এ নোটিশ পাঠান।
আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে নির্বাচনি তদন্ত কমিটি নওগাঁ-১-এর অস্থায়ী কার্যালয় নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গত ৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে পোরশা উপজেলার সারাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে খালেকুজ্জামান নামে এক ব্যক্তি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান কমিটি অভিযোগকারীর সাক্ষ্য গ্রহণ করে।
অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাধন চন্দ্র মজুমদারকে আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে নির্বাচনি অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে সশরীরে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই।