শহীদ বুদ্ধিজীবী দিবসে রাবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক, রাবি : শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ।
এর আগে, রাকসু ভবনে সংগঠনটির নিজস্ব কার্যালয় থেকে এক র্যালি নিয়ে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ অভিমুখে যাত্রা শুরু করেন সংগঠনটির সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে বুদ্ধিজীবীদের স্মরণে বধ্যভূমি প্রাঙ্গণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্তের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি শাহিনুর খালিদ।
সভাপতি শাহিনুর খালিদ বলেন, আজকের এই দিনে বাংলার সূর্য সন্তানদের কাউকে বাড়ি থেকে, কাউকে কর্মস্থল থেকে তুলে নিয়ে হত্যা করেছিল তৎকালীন পাকিস্তানি বাহিনী।
যখন তারা আমাদের মনোবলের সঙ্গে পারছিল না, তখন তারা ভেবেছিল এদেশের যারা মাথা, যারা তাদের জ্ঞান, বুদ্ধি এবং প্রজ্ঞা দিয়ে এদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরকে হত্যার মাধ্যমে এদেশের জাতিকে তারা দুর্বল করে দিবে।
কিন্তু আমাদের শহীদ বুদ্ধিজীবীরা তাদের জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে গেছেন।
তিনি বলেন, তাদের উৎসর্গে উজ্জীবিত হয়ে আমাদের বুদ্ধিবৃত্তিক কাজের জায়গাটাকে আরও সমৃদ্ধ করতে হবে। আমাদের লেখনীর মাধ্যমে দেশের সামনের দিকের যে অগ্রযাত্রার বাণী সেটা সকলের কাছে পৌঁছে দিতে হবে এবং বাংলাদেশের সমৃদ্ধশালী ইতিহাসকে সকলের কাছে তুলে ধরতে হবে।
এসময় কর্মসূচিতে অন্যদের মধ্যে রাবি রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ লাবু হক, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান মিলু, দফতর সম্পাদক রায়হান ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।