দশ কোটি টাকার মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার চর বাগাডাঙ্গা ইউনিয়ন থেকে এবছরের সর্বোচ্চ পরিমাণ হেরোইনসহ এক মাদক সম্রাট ও তার ছেলেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়া (৫০) ও তার ছেলে মোমিনুল ইসলাম। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার জাইরা মোরল গ্রামে ।
র্যাব জানায়, মাটির গর্তে প্লাষ্টিকের ড্রামে অভিনব কৌশলে লুকানো অবস্থায় চলতি বছরের সবচেয়ে বড় চালান পাচার করার পরিকল্পনা করছিল একটি চক্র ।পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে জানা যায় সীমন্তবর্তী এলাকায় অবস্থান করছিল চক্রটি এবং গত রাতে সীমান্তের ওপার হতে বিপুল পরিমাণ হেরোইন পাচার করে মাদকের মুল হোতা শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়ার বাসায় এর চালান নিয়ে আসে।
এরপর, একটি আভিযানিক দল সে বাসা থেকে তার ছেলে মমিনুল ইসলাম কে আটক করে হেরোইন সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বাড়ির পেছনে লুকিয়ে রাখা হিরোইন বের করে দেয়। পরবর্তীতে গোয়েন্দা দল মুল মাদক সম্রাটকে নদীর পাড় হতে গ্রেপ্তার করে । এসময় মোট ১০ কেজি হেরোইন, ২ টি মোবাইল, ২ টি সিমকার্ড উদ্ধার করে র্যাব-৫ সদস্যরা।
এদিকে আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধুলু মিয়া সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশায় ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে বিপুর পরিমাণ হেরোইন চোরাচালান করে থাকে। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় এতো বিপুল পরিমান মাদক সরবরাহ করেছে বলে স্বীকার করে।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। এই রকম অভিযান ভবিষ্যতেও চলমান রাখার কথা জানান র্যাব-৫ এর অধিনায়ক।