মধ্যরাতে মাহির ভিডিও বার্তা

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩; সময়: ১২:২১ pm | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে পর্দায় দেখা না গেলেও রাজনীতির মাঠে বেশ সরব তিনি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময়ে নিজের আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী।

তবে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাংবাদিকদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি।

ক্যাপশনে মাহি লেখেন, ‘সাংবাদিকদের উদ্দেশ্যে….’। এ সময় মাহির কণ্ঠে শোনা যায়, কিছু কিছু নিউজ পোর্টাল খবর প্রকাশ করেছে যে আমি (মাহি) আচরণবিধি লঙ্ঘন করে মাঠে প্রচারণা শুরু করে দিয়েছি। তবে বিষয়টি এমন নয়।

তিনি বলেন, আমি সবার উদ্দেশে বলতে চাই, ফেসবুকে আমি একটি পোস্ট করেছি। যেখানে ক্যাপশনে লেখা গোদাগাড়ী উপজেলা, চর আষাঢ়দহ ইউনিয়ন, রাজশাহী। ও শেষে ১৪ ডিসেম্বর, ২০২৩। মূলত গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়দহ ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি। কারণ হিসেবে তিনি বলেন, এটি বিচ্ছিন্ন একটি গ্রাম। সেখানের কেউ আমাকে চেনে না। আমি তাদের সঙ্গে পরিচিত হতেই সেখানে গিয়েছিলাম। তবে সেখানে গিয়ে আমি কোনো ভোট চায়নি।

মাহি যোগ করেন, আমি যে আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইব আমারতো কোনো প্রতীকই নেই। আমি কীভাবে ভোট চাইব?

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মাহি তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন। আর এই পোস্ট নিয়েই বির্তকের মুখে পড়েছেন মাহি।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মাহি ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্ট্যাটাস দেন। পোস্টে তিনি লেখেন, ‘কে আপন কে পর চেনার উত্তম সময় এখন। আলহামদুলিল্লাহ।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন