প্রথমবার নির্বাচন করছি, ভুল হয়েছে : মাহি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা শোকজের জবাব দিয়েছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।
রোববার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে তিনি এ জবাব দেন। এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ করে নির্বাচন কমিশন।
শোকজের জবাব দিয়ে বের হয়ে মাহিয়া মাহি বলেন, প্রথমবার আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।
আমার ভুল হয়েছে, আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেছি, তারা আমাকে কঠোরভাবে সতর্ক করেছে,যাতে পরবর্তীতে এমন না হয়। আমি ইনশাআল্লাহ এটা পালন করবো। নেক্সট টাইম যাতে এমন না হয় সে বিষয়ে আমি খেয়াল রাখবো।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ আবু সাঈদ স্বাক্ষরিত শোকজ নোটিশ চিত্রনায়িকা মাহিয়া মাহিকে পাঠানো হয়।
এতে বলা হয়, প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর বিধি ৬(ঘ) ও ১২ ধারা লঙ্ঘন করেছেন মাহি, এ ব্যাপারে কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, তার ব্যাখ্যা দিতে জজ কোর্টে হাজির হন এই নায়িকা।