রাজশাহীতে ইষ্ট ওয়েস্ট স্কুলে ফলাফল ও পুরস্কার বিরতণ
প্রকাশিত:
ডিসেম্বর ১৮, ২০২৩; সময়: ৭:১০ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর বহরমপুরে ইষ্ট ওয়েস্ট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইষ্ট ওয়েস্ট স্কুল প্রাঙ্গনে এ ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আখতার হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটিকর্পোরেশনের মহিলা কাউন্সিলর সাজেমা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি ও মমতা নার্সিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী।
অনুষ্ঠানে স্কুলের কৃতি ছাত্র ছাত্রী দের মাঝে আগত অতিথিরা পুরস্কার তুলে দেন। স্কুলের সহকারী শিক্ষক তাবাসসুম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আশরাফুল আলম, শিক্ষক কানিজ ফাতেমা প্রমুখ।