রাবির অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নতুন পরিচালক ড. আজিজ

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান। আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুর রহমানকে অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক হিসেবে তিনবছরের জন্য নিয়োগ করা হলো। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
আজ বিকেলেই নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন অধ্যাপক ড. মো. আজিজুর রহমান। নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন , আমাদের এই অফিসের কাজ হলো র্যাংকিং ভালো করার চেষ্টা, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কলাবোরেশন, বিদেশি শিক্ষার্থীদের ভর্তি এবং তাদের দেখাশোনা করা ইত্যাদি। আমি চেষ্টা করবো অফিসের সকল কাজ যেন সুন্দরভাবে হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল আউটলুক সমৃদ্ধ করার চেষ্টা করবো। আন্তর্জাতিক যোগাযোগ বিশেষ করে শিক্ষার্থী বিনিময়, যেটা র্যাংকিংয়ে প্রভাব ফেলে, এটা নিয়ে কাজ করবো। র্যাংকিং এগিয়ে নিতে করণীয়গুলো বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করবো আমরা।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আজিজুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১০ সালে তিনি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১২ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। অধ্যাপক আজিজ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে মাইক্রোবায়াল ডিজিজের উপরে পিএইচডি করার জন্য ২০১৩ সালে কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছিলেন। কোনো কারেকশন ছাড়াই ২০১৭ সালে তিনি তার পিএইচডি সম্পন্ন করেন। ২০১৮ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
এরপর ২০২২ সালে লিভারপুল স্কুল অব মেডিসিনে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে যোগদান করেন। একই বছর বিশ্ববিদ্যালয়ে ফিরে ২০২৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি। ড. আজিজ ২০২০ থেকে ২২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে কাজ করেছেন। এছাড়া, ইউজিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উচ্চ পর্যায়ের কমিটি ও টিমে কাজ করার অভিজ্ঞতা আছে তার।