রাবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক এক্রাম উল্লাহ

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩; সময়: ৭:২৪ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন নির্বাচিত হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম এক্রাম উল্লাহ। রোববার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য অধ্যাপক এক্রাম উল্লাহ ১৯৯৭ সালে রাবিতে প্রভাষক হিসেবে যোগ দেন। তার আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ বছর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক ছিলেন। ইতিপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি, সহকারী প্রক্টরসহ প্রক্টরহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ-এর স্টিয়ারিং কমিটির নির্বাচিত সদস্য। এর আগেও তিনি স্টিয়ারিং কমিটির চারবার নির্বাচিত সদস্য ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন