শিবগঞ্জে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩; সময়: ৮:১২ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকা ও কেটলী প্রতীকের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া ও মোবারকপুর ইউনিয়নের টিকরী এলাকায় নৌকায় ভোট চেয়ে প্রচারণা শুরু করেছেন বর্তমান সংসদ সদস্য ও নৌকা মার্কার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। পরে নামোটিকরী আলিম মাদ্রাসা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে এদিকে নামোটিকরী আলিম মাদ্রাসা মাঠ থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ও উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সজিবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এদিকে বিকেলে কানসাট ইউনিয়নের পুখুরিয়ায় সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীর বাসভবন প্রাঙ্গণে কেটলী প্রতীকে ভোট চেয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, কেটলী প্রতীকের কর্মী ও সমর্থকরা। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কেটলী প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন