শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি
প্রকাশিত:
ডিসেম্বর ২০, ২০২৩; সময়: ১১:৪৬ am | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশন।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রাজশাহী সার্কিট হাউসে মতবিনিময় সভায় রাজশাহীর ৬টি সংসদীয় আসনে অংশ নেওয়া ৪০ জন প্রার্থীর সাথে নির্বাচন কমিশনের এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এসময় শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে প্রার্থীদের সহযোগিতা চান সিইসি।
সভায় আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার রাসেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান ।
এদিকে সার্কিট হাউসের মতবিনিময় শেষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসনের সাথে বৈঠকের কথা রয়েছে নির্বাচন কমিশনারের।