কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়ী ভাঙচুরের ঘটনায় আ.লীগের প্রার্থীর সমর্থকের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকের গাড়ী ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার ৮ দিকে ২৪ ঘন্টার কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কুমারখালী উপজেলার নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের একটি নির্বাচনী উদ্বোধন উপলক্ষে সভা চলছিল। এ সভায় যোগ দিয়েছিলেন কুমারখালী উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন জাফর। সভাস্থলের পাশেই এই দুই নেতার ব্যবহৃত ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট রাখা ছিল। এক পর্যায়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থক নন্দলালপুর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য (মেম্বর) শরিফুল ইসলাম নেতৃত্বে কয়েকজন ওই গাড়ী দুটি ভাঙচুর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সভার লোকজন তাদের ধাওয়া দিয়ে ইউপির সদস্য শরিফুল ইসলামকে ধরে মারপিট করে পুলিশে দেন। অন্যরা পালিয়ে যান। পরে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে শরিফুলকে ২৪ ঘন্টার কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।
জানতে চাইলে সহকারী রিটানিং অফিসার ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, নন্দলালপুরে কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের একটি সভা চলাকালে কিছু উচ্ছৃঙ্খল লোক ওই প্রার্থীর সমর্থকের ২টি গাড়ী ভাঙচুর করে। পালিয়ে যাওয়ার সময় শরিফুল নামে এক ইউপি সদস্যকে ধরে পুলিশে দেন স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ জানান, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সেলিম আলতাফ জর্জ নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন। কুমারখালী-খোকসার জনগন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ কারণে, ওই প্রার্থী ও তার সমর্থকরা প্রায় প্রতিদিনই তার (আব্দুর রউফ) লোকদের মারপিট ও হুমকি ধামকি দিয়ে আসছেন।