রাবিতে নৃবিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে নবীন বরণ, বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের নৃবিজ্ঞান গ্যালারিতে রবিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এস এম এক্রাম উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আহবায়ক বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা ফাতেমা।
অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিবৃন্দ বিভাগের ২৫ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ২০ তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেন।
সন্ধ্যায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোঙ্গসাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।