গোদাগাড়ীতে নৌকা ও কাচি প্রতীকের সমর্থককে জরিমানা

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩; সময়: ১১:০৬ am | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে অতিরিক্ত ক্যাম্প স্থাপন করার দুইজনকে জরিমানা করেছে সহকারী রিটার্নিং অফিসার।

রোববার বিকেলে তাদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

সহকারী রিটার্নিং অফিসার আতিকুল ইসলাম জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিরইল এলাকায় নৌকার সমর্থক মোঃ খোকন অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন করে। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়ায় নির্বাচন আচরণ বিধি আইন মোতাবেক ২ হাজার টাকা জরিমানা ও ক্যাম্প তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অপরদিকে একই অপরাধে পাকড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর কাচি প্রতীকের সমর্থিত আবুল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা ও ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, কোন অনিয়ম চোখে ও অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন