আত্রাইয়ে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের আত্রাইয়ে নৌকা মার্কা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে চেয়ার-টেবিল ভাঙচুর ও ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। রোববার রাতে কে বা কাহারা এই ভাঙচুরের ঘটনা ঘটায়।
এ ঘটনার খবর পেয়ে থানাপুলিশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলার সাহাগোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম নির্বাচণী ক্যাম্পের দায়িত্বে রয়েছেন জানিয়ে বলেন, রোববার রাতে ইউনিয়নের হাতিয়াপাড়া মোড়ে আওয়ামী লীগ মনোনত প্রার্থী এমপি আনোয়ার হোসেন হেলালের নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এরপর কাজ শেষে যে যার মতো চলে গেলে রাতে কে বা কাহারা ক্যাম্পের চেয়ার-টেবিল ভাঙচুর করে নৌকা প্রতীকের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে চলে যায়। ঘটনার খবর থানাপুলিশকে জানালে পুলিশ দুপুর নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে এসিল্যান্ডসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।