রাজশাহীতে নৌকার পক্ষে গণসংযোগ ও পথসভা
প্রকাশিত:
ডিসেম্বর ২৮, ২০২৩; সময়: ৬:৩২ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-২ আসনে ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নগরীর ১০ নং ওয়ার্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে নৌকার পক্ষে ভোট চান তার সমর্থকরা।
গণসংযোগকালে এমপি ফজলে হোসেন বাদশার পক্ষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ১০ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সিয়াম হোসেনসহ নৌকার অন্যান্য সমর্থকরা।