সাঁথিয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক সাইয়িদের নির্বাচনী মিছিলে নৌকা সমর্থকদের হামলা, আহত ৭

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩; সময়: ৭:২৫ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার সাঁথিয়া সদরে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের মিছিলে নৌকা প্রতীকের লোকজন ঢিল ছুড়লে কমপক্ষে ৭ জন আহত হয়। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে ৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বিকালে বোয়াইলমারী বাজারে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ, বেড়া পৌরসভার সাবেক মেয়র আবদুল বাতেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দেলায়ার, সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম মেরাজ প্রমুখ।

সমাবেশ শেষে একটি নির্বাচনী মিছিল সন্ধ্যায় সাঁথিয়া বাজার এলাকা প্রদক্ষিণ করে। এসময় থানার সামনে আওয়ামী লীগ অফিস থেকে ইট পাটকেল নিক্ষেপ করে নৌকা প্রতীকের সমর্থকরা। প্রত্যক্ষ দর্শীরা আরও জানান, সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনের নেতৃত্বে কয়েকজন উগ্রপন্থী নৌকার সমর্থকরা এই হামলা চালায়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন