শিবগঞ্জে দ্বারে দ্বারে গিয়ে নৌকায় চাইলেন ডা. শিমুল এমপি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩; সময়: ৭:১৬ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কা ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

রোববার দিনব্যাপি উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসের হাট বাজার, কালিগঞ্জ ও ক্যাপড়াটোলাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে নৌকায় ভোট চান তিনি। পরে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, এ এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়ন চাইলে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের সরকারকে ক্ষমতায় আনতে হবে। কারণ নৌকা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নৌকার ছায়াতলে এসে দেশের উন্নয়নের অংশীদার হন।

গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রতি আস্থা রাখুন। ভোটের দিন সব নেতাকর্মীকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন