পুঠিয়া-দুর্গাপুরে লাঙ্গল প্রার্থী আবুল হোসেনের গণসংযোগ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪; সময়: ৭:৪৯ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল হোসেন বিজয়ের লক্ষে ভোটারদের মাঝে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সোমবার ( ১ জানুয়ারী) দুর্গাপুর উপজেলার পৌর এলাকার প্রতিটি গ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারনা চালান।
সকাল থেকে তিনি পৌরসভার গ্রামে গ্রামে গিয়ে গনসংযোগ করেন। গ্রামে ভোটারদের মাঝে লাঙ্গলের প্রচারনা করেন। এছাড়াও বিভিন্ন বাজার এলাকা ও রাস্তার মোড়ে মোড়ে সাধারন নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে তাদের কাজ থেকে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আ: মালেক, দুর্গাপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পুঠিয়া উপজেলা সভাপতি এনামুল হক,দূর্গাপুর পৌর সভাপতি বাবুল আখতার সহ নেতৃবৃন্দ। পুঠিয়া পৌর জাতীয় পার্টির সভাপতি মহির উদ্দিন, দুর্গাপুর পৌর জাতীয় পার্টির সভাপতি বাবুল ইসলাম, সাধারণ সম্পাদক নরশাদ আলী, পুঠিয়া উপজেলা জাতীয় যুব সংগতি সভাপতি

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন