নাটোরে এমপি শিমুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশিত:
জানুয়ারি ২, ২০২৪; সময়: ৩:৪৪ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) নৌকার প্রতিকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল এমপি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে স্থানীয় একটি রেস্তোরাঁয় সমবেত সাংবাদিকদের উপস্থিতিতে মতবিনিময় সভায় ২০টি প্রতিশ্রুতি প্রদান করে ইশতেহার ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতির মধ্যে নির্বাচনী এলাকায় ড.ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ স্থাপন, নারদ নদের উভয় পাশে ওয়াকওয়ে নির্মাণসহ সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন, শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামকে আন্তর্জাতিক ভ্যেনুতে উন্নীতকরণ, হালতিবিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, দেশের একমাত্র নাটোরের ভেষজ পল্লীতে হিমাগার স্থাপন, উত্তরা গণভবনকেন্দ্রীক একটি ফাইভ স্টার হোটেল স্থাপন অন্যতম।