নিজ কেন্দ্রে ভোট দিলেন সাকিব আল হাসান

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪; সময়: ১০:১৪ am | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান ভোট দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে তার নিজ কেন্দ্র দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন তিনি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, আশা করছি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে আগামী পাঁচ বছরের জন্য আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

মাগুরা-১ আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১। এই আসনে মোট কেন্দ্র ১৫২টি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন