উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে কচুয়ায়

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪; সময়: ৩:৪৫ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : উৎসবমুখর ও সুষ্ঠ-সুন্দর পরিবেশে চাঁদপুরে কচুয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

দিনবাড়ার সাথে সাথে নারী-পুরুষ ও বৃদ্ধ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। চাঁদপুর-১ কচুয়া আসনে ৩জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এদিকে নৌকার মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ সকালে পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। তবে ১০৯ টি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ বলেন, প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোট প্রয়োগ করছেন। বিজয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন