জনগণের সেবা করে মরতে চাই নির্বাচিত সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪; সময়: ৬:৪১ pm | 
খবর > নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, পোরশা (নওগাঁ) : নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জনগণের সেবা করে মরতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর হয়েছে। বিদেশীরা এ নির্বাচনের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। পোরশা উপজেলার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সোমবার বিকালে সরাইগাছি মোড় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আরো বলেন, বেইমানদের আপনারা মনে রাখবেন। মাদকসেবী মাদক কারবারীদের কেউ আশ্রয় দিবেন না। তিনি সুস্থ্য থাকলে তার নির্বাচনী এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করবেন বলে জনগণের উদ্যেশে বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সব কিছু করছেন। অবাধ ও সুষ্ঠ নির্বাচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। আর শেখ হাসিননার হাতেই এমন সম্ভব তাই জনগণ ব্যাপক হারে ভোট প্রদান করেছেন। তার সময়ে খাদ্যমন্ত্রনালয় শুদ্ধাচার পুরুষ্কার সহ স্বর্নপদকও পেয়েছেন বলে তিনি জানান।

নির্বাচনের আগে তাকে হেউ করার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়েছে। কিন্তু জনগণ তা বিশ্বাশ করেনি। সাধন মজুমদার পূর্বেও যা ছিল বর্তমানেও তাই আছে বলে তিনি উল্লেখ করেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের মারামারি হানাহানিতে না জড়ানোর জন্য অনুরোধ করেন এবং বিরোধীদের রাজনৈতিক ভাবে মোকাবেলার জন্য বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, নিতপুর ইউপি চেয়ারমান এনামুল হক, গাঙ্গুরিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন