বাগমারায় ৪ প্রার্থী হারালেন জামানত

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নিদিষ্ট পরিমান ভোট না পাওয়ায় চারজন প্রার্থী তাদের জামানত হারাতে বসেছেন।
জামানত হারানো প্রার্থীরা হচ্ছেন, জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) প্রতিকের প্রার্থী আবু তালেব প্রামানিক । জাতীয়তাবাদী আন্দলন বিএনএম মনোনীত (লোঙ্গর ) প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম রায়হান, ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত (আম) প্রতিকের প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না, স্বতন্ত্র প্রার্থী ((মাথল) প্রতিকের বাবুল হোসেন।
উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। (৭ জানুয়ারী) রোববার অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ১২২ টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ ১ লক্ষ ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্রী প্রার্থী ছিলেন কাঁচি প্রতিকের তিন বারের সংসদ সদস্য এনামুল হক মন্ডল পেয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট। জাতীয় পার্টির আবু তালেব পেয়েছেন ১৫১৮ ভোট,বিএনএম প্রার্থী সাইফুল ইসলাম রায়হান পেয়েছেন ১৪৯ ভোট, জিন্নাতুল ইসলাম পেয়েছেন ৫৬০ ভোট, বাবুল হোসেন পেয়েছেন ৮৭০ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন বলেন, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। ৬ প্রার্থীর মধ্যে চার প্রার্থী সে মোতাবেক ভোট পাননি। তাই তাদের জামানত হারাচ্ছেন হবে বলে তিনি জানিয়েছেন।