খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৪; সময়: ১২:২৪ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৪ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের-২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলাগুলো শুনানির জন্য ধার্য ছিল।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সংবাদমাধ্যকে জানান, বিভিন্ন কারণ দেখিয়ে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. আসাদুজ্জামান আজকের শুনানি মুলতবি করে নতুন তারিখ ধার্য করেন।

মামলাগুলোর মধ্যে রয়েছে, রাজধানীর দারুসসালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।

এ ছাড়াও, খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা ঢাকার অন্য তিনটি বিশেষ আদালতে বিচারাধীন।

উল্লেখ্য, সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া এখন অসুস্থ এবং গুলশানের বাসায় চিকিৎসা নিচ্ছেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন