নাটোরে স্ত্রীকে হ’ত্যার দায়ে স্বামীর মৃ’ত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে ফরহাদ হোসেন মন্ডল নামে একজনকে মৃত্যুদন্ডসহ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক (জেলা জজ) মুহাম্মদ আব্দুর রহিম পৃথক দুটি মামলায় এই রায় ঘোষণা করেছেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী এবং নলডাঙ্গায় অপহরণের পর মুক্তিপনের জন্য শিশুকে হত্যার ঘটনায় রানা নামে একজনকে কারাদন্ড এবং ফরহাদ ও টিপু নামে দুই নাবালককে বিভিন্ন মেয়াদে আটকাদেশ দিয়েছেন।
আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, সিংড়া উপজেলার মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেন মন্ডলের সাথে একই উপজেলার বনকুড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী ফাতেমা বেগমকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকেন স্বামী ফরহাদ হোসেন মন্ডল।
২০১১ সালের ৭ ডিসেম্বর রাতে বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেয়ার জন্য ফাতেমাকে মারপিট করতে থাকেন স্বামী ফরহাদ হোসেন মন্ডল। ওই রাতে স্ত্রী ফাতেমাকে পিটিয়ে মেরে ফেলার পর স্বামী ফরহাদ আলী গা ঢাকা দেন।
পরদিন সকালে মেয়ের মৃত্যু খবর পেয়ে ফাতেমার পিতা নুর ইসলাম মেয়ের শ্বশুর বাড়িতে আসেন এবং মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় নুর ইসলাম বাদি হয়ে সিংড়া থানায় ফরহাদ হোসেন মন্ডল, তার পিতা হামিদ আলী, মা ফরিদা ও ছোটভাই ফজলালকে আসামী করে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত ফরহাদের মা-বাবা ও ছোট ভাইকে অব্যাহতি দেন।
পরে মামলাটি বিচারের জন্য আদালতে প্রেরিত হলে সাক্ষ্য প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক (জেলা জজ) মুহাম্মদ আব্দুর রহিম বুধবার এক রায়ে পলাতক ফরহাদ আলীকে মৃত্যুদন্ডের আদেশ দেন। এছাড়া ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
স্পেশাল পিপি আনিসুর রহমান আরও জানান, জরিমানার টাকা ভিকটিমের পিতা-মাতা পাবেন বলে বিজ্ঞ বিচারক আদেশ দিয়েছেন।