রাবি অধ্যাপক শামসুজ্জোহা এছামির মৃত্যুতে জিয়া পরিষদের শোক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৪; সময়: ৩:২৪ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তরুণ প্রফেসর ড. শামসুজ্জোহা এছামীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জিয়া পরিষদ রাবির নেতৃবৃন্দ।

প্রফেসর ড. শামসুজ্জোহা এছামীর জিয়া পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এনামুল হক এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফরিদুল ইসলাম শোক বার্তায় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষক প্রফেসর জোহার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।

শিক্ষা ও গবেষণায় তরুণ বয়সেই তাঁর যে বলিষ্ঠ অবদান তা বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে । এর পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের এক নিষ্ঠাবান কর্মী হিসেবে বিশেষ করে চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাঁর দৃঢ় পদচারণা স্মরণীয় হয়ে থাকবে।

শোক বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

আল্লাহ রাব্বুল আলামীন তাঁর মানবীয় যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন সেই সাথে তাঁর পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণ করার তাওফীক দিন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন