সিরাজগঞ্জে হেরোইন উদ্ধারের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৪; সময়: ৬:১০ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হেরোইন উদ্ধারের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত লাল মিয়া (৪৫) উল্লাপাড়া পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার বাচ্চু মেম্বারের ছেলে। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবুল বাশার মিঞা আসামির উপস্থিতি এরাই ঘোষণা করেন ।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ১৩ মে বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ির পাশে হেরোইন বিক্রির সময় লাল মিয়াকে আটক করা হয়। সেসময় তার শরীর তল্লাশি করে ২৯ গ্রাম হেরোইন পেয়ে জব্দ করা হয়।

এ ঘটনায় উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন