আ.লীগ নেতা পিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু অসুস্থ্য অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার রোগ মুক্তি কামনা করে রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কুমারপাড়া রাজশাহী মহানগর আ.লীগ কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসম বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টু এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. তবিবুর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবু, সদস্য মোখলেশুর রহমান কচি, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মোমিন, শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।