দেয়াল রঙ তুলিতে রাঙিয়ে দিলো রাবির অনির্বান ৬৬

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪; সময়: ৬:৫২ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দেয়াল রঙিন চিত্রে রাঙিয়ে দিচ্ছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা। যাদের ক্যাম্পাসে ‘অনির্বাণ ৬৬’ নামে ডাকা হয়। ‘অনির্বাণ ৬৬’ ব্যাচ এর ৫ বছর পূর্তি উপলক্ষে তাদের এই আয়োজন।

রাবির দেয়াল গুলো অনেক দিন ধরেই অপরিচ্ছন্ন ভাবে পরে ছিলো। ক্যাম্পাসের প্রায় সব দেয়ালই কোন না কোন রাজনৈতিক সংগঠন, বিসিএস কোচিং এবং নানা রকম বিজ্ঞাপনে ভরা ছিলো। আর সেই পোস্টারে ভরা দেয়ালগুলোকে কাজে লাগাচ্ছে ‘অনির্বান ৬৬’।তারা দেয়াল থেকে পোস্টার উঠিয়ে ভালোভাবে পরিষ্কার করে সেখানে যায়গা করে দিচ্ছে রাবির বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা কে। মনে হচ্ছে তারা যেনো দেয়ালগুলোকে ভাষা দিচ্ছে। তারা দেয়ালগুলোতে রাবির শহীদ মিনার থেকে শুরু করে, শাবাশ বাংলাদেশ, প্রশাসনিক ভবন, আম গাছ, টুকিটাকি, বাস, জোহা চত্বর, চারুকলার পুতুল চত্ত্বর, ক্যাফেটেরিয়া, রিকশা, আড্ডা, কিউব চত্বর, বই চত্বর, চারুকলা, ট্রেন, চায়ের দোকান এবং বন্ধুদের আড্ডাকে ফুটিয়ে তুলছে।

ত্রিপোলি বিভাগের শিক্ষার্থী মো. নকিব বলেন আমাদের ব্যাচ ডে ছিলো ২১ তারিখ। আমাদের ব্যাচ ‘অনির্বাণ ৬৬’এর ৫ বছর পূর্ন হলো।আমাদের ক্যম্পাসে র‍্যাগওয়াল, ব্যাচ ওয়াল এই ধরনের কাজ হয় নাহ। তবে আমরা ভার্সিটির স্থাপত্য এবং গত ৫ বছরে ক্যাম্পাসে আমাদের পথচলাকে এই দেয়ালে তুলে ধরছি। আমরা চাই এটা যেনো ট্রেন্ডে পরিনত হয় এবং পরবর্তীতেও শিক্ষার্থীরা এই ধরনের কাজ করে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গালিব বলেন, দেয়ালে যে চিত্রগুলো আকাঁ হচ্ছে সেগুলো আমাদের ‘অনির্বাণ ৬৬’ ব্যাচের শিক্ষার্থীদের আবেগের সাথে সম্পর্কিত। আমরা ক্যাম্পাসের ১৩ টি অংশে এই অঙ্কন করছি। এখানে ৪০ এর অধিক শিক্ষার্থী কাজ করছে। ২-৩ দিনের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন