শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪; সময়: ৯:০৩ pm | 
খবর > শিক্ষাঙ্গন

এম এ আলিম রিপন, সুজানগর : সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে পৌর মেয়র ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলায়মান হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী। সঞ্চালনায় ছিলেন শিক্ষক জামিলুর রহমান ও রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ¦ এসকেন্দার আলী, শাহজাহান আলী, ইউনুস আলী বাদশা, মেহেদী মাসুদ, এমদাদুল হক বাঁকা,আব্দুর রহিম,শামিমা নার্গিস, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন