নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি’র উদ্যোগে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৪; সময়: ৭:১৯ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে আউটকাম বেইজড এডুকেশন: শিক্ষকের ভূমিকা শীর্ষক একটি সেমিনার আজ মঙ্গলবার দুপুর ১২ঃ০০ টায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক । সেমিনারে মূল বক্তা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক মোঃ আনসার উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল কুদ্দুস। সেমিনারের সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম। সেমিনারে ইউনিভার্সিটির ১০ টি বিভাগের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন