রাবিতে শুরু হচ্ছে শৈত্যোউৎসব

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪; সময়: ৬:৩৪ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাস বাউলিয়ানার উদ্যোগে দুইদিন ব্যাপী শৈত্যোৎসব শুরু আগামীকাল। বাঙালির লোকায়ত সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় এই আয়োজন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের আহ্বায়ক হৃদয় এসব তথ্য জানান।

তিনি লিখিত বক্তব্যে বলেন, শীত আবেশে নানা রকম পিঠা মানুষকে প্রাণোচ্ছল করে। আপনাদের ভালোবাসায় সিক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় এর গানের দল ক্যাম্পাস বাউলিয়ানা। সেই উচ্ছলতাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। ক্যাম্পাস বাউলিয়ানা সবসময় মূল ধারার গান কে ভালোবাসে, লোকগান কে নান্দনিক রূপ দিতে চেষ্টা করে। সুর-তাল-লয় যোগে এই পথচলাকে সবার মাঝে ছড়িয়ে দিতে “শীতের আমেজে পিঠার গন্ধে, বাউল মাতে মন-আনন্দে” প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করছে দুই দিনব্যাপী রিয়েল স্টার প্রোপার্টিজ নিবেদিত শৈত্যোৎসব ও পিঠা-পুলি, ১৪৩০ বঙাব্দ।

দু’দিনই বিকেল সাড়ে ৩ টা থেকে শুরু হয়ে সাড়ে ৯ টা পর্যন্ত এ উৎসব চলবে। সেখানে উদীচীর কবিতা আবৃত্তি,গোল্ড বাংলাদেশ,নাটকীয় উদ্বোধনী অনুষ্ঠান,সন্ধ্যাতাঁরা,লোক ও শাস্ত্রীয় নৃত্য,ক্যাম্পাস বাউলিয়ানার পরিবেশনা,স্বননের কবিতা আবৃত্তি,তীর্থক নাটক, আনেশার, টোঙ্গ এর গান, লোক ও শাস্ত্রীয় নৃত্য,অর্ণব ভট্টাচার্যসহ থাকবে শৈত্যোৎসব পিঠাপুলি’র আয়োজকেরা।

উল্লেখ্য, ক্যাম্পাস বাউলিয়ানা হলো ক্যাম্পাসে লোকগানের চর্চার একটি ব্যান্ড। ২০২০ সালে ক্যাম্পাস বাউলিয়ানা যাত্রা শুরু করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন