রাবি’র স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সজীব ও রেজা

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের (এসআরএ) ২০২৪-২৫ মেয়াদের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সমাজকর্ম বিভাগের বিভাগের শিক্ষার্থী মেহেদী সজীবকে সভাপতি এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এফ আর এম ফাহিম রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে এ এম সাকিবের সুপারিশক্রমে উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লিগাল সেলের প্রশাসক অধ্যাপক ড. শাহিন জোহরা নতুন এই কমিটি অনুমোদন করেন। এটি সংগঠনটির তৃতীয় কার্যনির্বাহী কমিটি।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শ্রাবণী গুপ্তা ও জওহর দোদায়েভ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফৌজিয়া নৌরিন ও মারুফ হোসেন মিশন, কোষাধ্যক্ষ মো. অনিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক শহীদুল ইসলাম সুমন, প্রচার ও মিডিয়া সম্পাদক ফাহির আমিন, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. আবির হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাসিন খান, সাংস্কৃতিক সম্পাদক ছেন ছেন য়িং, ছাত্রকল্যাণ সম্পাদক মো. আলফাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. শামছ উদ্দিন মোস্তফা শাহরিয়া, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক জান্নাতুল ফেরদৌসি তৃষা, জনসংযোগ সম্পাদক এম শামীম এবং গবেষণা ও উন্নয়ন সম্পাদক সাবিকুন নাহার।
এছাড়াও, কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মাহমুদুল হাসান, ফারজানা খান সারথী, শিহাব হোসাইন, শাহিন আলম এবং ইয়াছিন আরাফাত আরমান।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ২০১৭ সালের ২১ ডিসেম্বর যাত্রা শুরু করে স্টুডেন্ট রাইটস অ অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ নানা সামাজিক ও দাতব্য বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি।