রাবি সেভ ইয়ুথের নেতৃত্বে আশরেফা ও নাদিম

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪; সময়: ১১:৪৯ am | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : ‘সেভ ইয়ুথ’র রাজশাহী বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের ২০২৩-২০২৪ সেশনের জন্য ২৪ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরেফা আফরিন কো-প্রেসিডেন্ট এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাদিম হোসেন সেক্রেটারি মনোনীত হয়েছেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে এই কমিটি ঘোষণা করেন সেইভ ইয়ুথের ন্যাশনাল মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আইনুল ইসলাম। এতে রাবি চ্যাপ্টারের মডারেটর মনোনীত হয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

শান্তির প্রচার, সহিষ্ণুতা, বৈচিত্র্যের প্রতি সম্মান, গণতান্ত্রিক মূল্যবোধের প্রচার এবং নারী-পুরুষ, সক্ষম-অক্ষম নির্বিশেষে সমাজের সবার অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে ১৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেভ ইয়ুথ কাজ করছে।

রাবি চ্যাপ্টারের নব্য মনোনীত কো-প্রেসিডেন্ট আশরেফা আফরিন বলেন, সেইভ ইয়ুথ প্লাটফর্মের মাধ্যমে তরুণদের মাধ্যমে সারাদেশে সহিংসতা প্রতিরোধ করে শান্তির বার্তা পৌঁছে দিতে চাই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তির প্রচার, সহিষ্ণুতা, বৈচিত্র্যের প্রতি সম্মান, গণতান্ত্রিক মূল্যবোধের প্রচার ও চর্চার মাধ্যমে শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের মাঝে অহিংসার বাণী ছড়িয়ে দিবে রাবি চ্যাপ্টারের শিক্ষার্থীরা।

কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন, টিম লিড শি-সামসাদ জাহান, কো-টিম শি লিড, হৃিদিকা আহসান শ্রেয়া, টিম লিড কানেক্রিং ডটস্ অনুপ বৈদ্য, কো টিম লিড, কানেক্টিং ডটস ইসরাত জাহান ওবনি, টিম লিড ইয়াং মাইন্ডস-সুমাইয়া ইসমীন শোভা চৌধুরী, কো টিম লিড, ইয়াং মাইন্ডস-নাঈম এবনা জামান, টিম লিড, ইয়ুথ ডেমোক্রেসি-আবুল হাসান কুরাইশী, কো টিম লিড, ইয়ুথ ডেমোক্রেসি-মাসুম বিল্লাহ, লিড ইয়ুথ মিডিয়া-আশিকুল ইসলাম, কো টিম লিড ইয়ুথ মিডিয়া-রাজিয়া খানম তানজিলা, কো টিম লিড, ইয়ুথ মিডিয়া-আবু সালেহ শোয়েব, টিম লিড, ইয়ুথ ভয়েস-এমডি ইফরিম সিদ্দিকী, কো টিম লিড, ইয়ুথ ভয়েস-মাহমুদুল হাসান, কো টিম লিড, ইয়ুথ ভয়েস-আল হাবিব, টিম লিড, ইয়ুথ ডিসেবিলিটি অ্যান্ড ইনক্লুশন-আসাদুজ্জামান সীম, কো টিম লিড, ইয়ুথ ডিসেবিলিটি এবং ইনক্লুশন-সাদিয়া ওয়াসিমা, টিম লিড, ক্যাম্পাস রেজিলিয়েন্স-মৌমিতা হক মেঘা, সহ টিম লিড, ক্যাম্পাস রেজিলিয়েন্স-আবু নাঈম, টিম লিড, ইভেন্ট এবং আউটরিচ আরাফী শেরাজী, সহ টিম লিড, ইভেন্ট এবং আউটরিচ-ফারজানা আক্তার রানী, টিম লিড, ইয়ুথ এমপ্লয়েবিলিটি- মোবাল্লেগ হোসেন এবং কো টিম লিড, ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সোবুজ হোসেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন