নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪; সময়: ৭:০৮ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : পবা উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অভিজিত সরকার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আখতার ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বারী খান, সমাজ সেবক বাবুল আক্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক নাজমুল হক।

উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, সাবিনা সুলতানা, জান্নাতুন নাঈম, বিথী রানী ঘোষ। অনুষ্ঠানের সার্বিক দেখভালে ছিলেন, শিক্ষক আব্বাস আলী, শিক্ষক মো. আয়েন উদ্দিন, শিক্ষক জালাল উদ্দিন ও আসলাম আলী।

এইসময় বিদ্যালয়ের বার্ষিকা ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয় এবং বিগত বছরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপনী অংশে এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন