জামালপুরে কলেজছাত্রকে হ’ত্যার ঘটনায় ৭ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪; সময়: ৩:১৯ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : জামালপুরের সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের কলেজছাত্র লিটন হত্যা মামলার ঘটনায় ৭ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মজিবুর রহমান ভুট্টা (৪০), মিজান (২০), সোহেল (২৫), সুমন (২৬), লাভলু (২০), হেলাল উদ্দিন (৩৫), মিজান (২১) ও মুজিবুর রহমান ভুট্টু। তিনি পালাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে নিহত লিটন নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরের দিন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের চরগোপীনাথপুর একটি মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন