সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশিত:
ফেব্রুয়ারি ১৩, ২০২৪; সময়: ৬:৫৪ pm | 
খবর > শিক্ষাঙ্গন

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুশতাক আহমেদ ও উপজেলা রির্সোস কর্মকর্তা সৈয়দ আবু আলী ফারমুদা ।
স্বাগত বক্তব্য দেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান রকিবুল হক। অনুষ্ঠানে এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, আ.লীগ নেতা মাহমুদ্দুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন খান বাবু।