বর্ণিল আয়োজনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের বসন্ত বরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪; সময়: ২:৫৮ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : গাছে গাছে বাহারি রঙের ফুল, পাখির কলতান কোকিলের সুর লহরী, মন জুড়ানো হিমেল হাওয়ার সাথে মিষ্টি রোদের উষ্ণতা জানান দিয়ে যায় শীতের বিদায় আর বসন্তের আগমন।

সেই উষ্ণতার সাথে যদি থাকে হরেক রকম পিঠা তাহলে তো মজাই আলাদা। আর এই মজার মজার সব পিঠা নিয়ে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজন করেছে বসন্ত বরণ ও পিঠা উৎসবের। বসন্তকে বরণ করতে নগরীর কাজলা ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজন করা হয় বসন্ত বরণ উৎসব।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়জার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসন্ত বরণ ও পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন- বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক শাতিল সিরাজ, সহকারী অধ্যাপক সালমা জান্নাত, প্রভাষক রমজান আলী, সাজ্জাদ হোসেন, মুহাম্মদ রাকিব হোসাইন, ও তন্দ্রা মণ্ডল।

সকাল থেকে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। বসন্তকে বরণ করতে ছেলেরা বাহারি রঙের পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পড়ে এসেছিলেন ক্যাম্পাসে।

শিক্ষার্থীরা প্রায় পনের রকমের পিঠা, পুডিং, ফুসকা, চা, কফি, নিজেদের তৈরি হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য দিয়ে স্টল সাজিয়ে বসে। এর আগে গত সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে বসন্ত বরণ করে নিতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন মন জুড়ানো আলপনা।

দিনব্যাপী এই আয়োজনের মধ্যে অন্যতম ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় শুধু জেসিএমএস বিভাগেরই নয় বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীরা স্টল ঘুরে পিঠার স্বাদ গ্রহণ করেন এবং সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন