পোরশায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত-২৬

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪; সময়: ২:২৯ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : চলতি এসএসসি ও সমমানের প্রথম দিনের পরিক্ষা নওগাঁর পোরশায় সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুপস্থিত রয়েছে ২৬জন।

জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথমপত্র ও দাখিলের কোরআন মাজিদ পরিক্ষায় মোট ১ হাজার ২০৭ জনের মধ্যে ২৬ জন পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। উপজেলার তিনটি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে শুরু হওয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করাগেছে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্র তিনটিতে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০৭ জন।

এসএসসি পরীক্ষার্থী ৫০২ জন এবং দাখিল পরীক্ষার্থী ৪৮২ জন। এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৬জন, দাখিলে ২০জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষার্থী অনুপস্থিতির কারন হিসাবে বাল্য বিবাহর কারন বলছে সংশ্লিষ্টরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন