পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ৮২ শিক্ষার্থীদের মিলন মেলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪; সময়: ৬:২৯ pm | 
খবর > শিক্ষাঙ্গন

জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা : জীবনের পথ যাক বহুদূর, বাজুক প্রাণে মিলনের সুর স্লোগানে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ৮২ শিক্ষার্থীদের মিলন মেলা৷ সকালে র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান৷

পরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে প্রাক্তন শিক্ষকদের দেওয়া হয় সংবর্ধনা৷ প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার মোখলেস মুকুলের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিতো করেন প্রাক্তন শিক্ষার্থী পুলিশ কমিশনার শহিদুল ইসলাম, বিপিএম-বার, পিপিএম ৷

এ সময় প্রাক্তন শিক্ষক অধ্যাপক মো: বয়েন উদ্দিন, অধ্যাপক মোঃ কামরুজ্জামান, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যাপক জহরলাল বসাককে দেয়া হয় সংবর্ধনা৷ অনুষ্ঠানে ১৯৮২ সালের প্রাক্তন ১২৫ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন৷ পরে স্মৃতিচারণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বন্ধুদের মিলন মেলা৷

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন