নাটোরে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪; সময়: ৭:০৯ pm | 
খবর > আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের লালপুরে একটি হত্যা মামলার রায়ে আসাদুল ইসলাম ও মোঃ টুটুল আলী নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই সাথে মামলার অপর দুটি ধারায় আরো চার বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) মোছাঃ কামরুন নাহার বেগম এই আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের সানোয়ার হেসেনের ছেলে এবং মোঃ টুটুল আলী আড়বাব মধ্যপাড়া গ্রামের মানিক আলীর ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০২০ সালের ৭ অক্টোবর সকাল সাড়ে ৭ টার দিকে লালপুর উপজেলার ডাহরশৈলা গ্রামের একটি মাদরাসার পাশে লিচু বাগানে এক অজ্ঞাত নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশ গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে এবং রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ঠতার সত্যতা পেয়ে দন্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম ও মোঃ টুটুল আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। স্বাক্ষ্য প্রমান শেষে আদালত রোববার উল্লেখিত রায় প্রদান করেন।

পাবলিক প্রসিউকিটর সিরাজুল ইসলাম জানান, বিজ্ঞ বিচারক তার দেয়া আদেশে বলেছেন ,প্রদত্ত উভয় দন্ড একসাথে চলবে। আসামীদের ইতিপুর্বের হাজতবাস প্রদত্ত দন্ডাদেশ থেকে বাদ যাবে। আসামীদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষনা করেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন