রিহ্যাব নির্বাচন : প্রথম ঘণ্টায় পড়েছে ১৩১ ভোট

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪; সময়: ১১:৪৩ am | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) ২০২৪-২৬ মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় ১৩১টি ভোট পড়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটে এ তথ্য জানান রিহ্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার দে।

তিনি বলেন, নির্বাচন যথাসময়ে শুরু হয়েছে। প্রথম ঘণ্টায় ১৩১টি ভোট কাস্ট হয়েছে। ভোটগ্রহণ এলাকার পুরো রুম সিসিটিভির আওতায় আছে। নির্বাচন স্বচ্ছ হচ্ছে। আমরা আশা করছি বিকেল ৪টা পর্যন্ত সুন্দরভাবে ভোটগ্রহণ করতে পারব।

রিহ্যাবের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নির্বাচনে ঢাকার ২৯টি পরিচালক পদের জন্য লড়ছেন ৮৬ জন প্রার্থী। আর চট্টগ্রামের তিনটি পরিচালক পদের জন্য লড়ছেন সাত জন প্রার্থী।

সদস্যদের মধ্য থেকে মোট ভোটার হয়েছেন ৪৭৬ জন। নির্বাচনে চারটি প্যানেল প্রার্থীরা লড়াই করছেন। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, সেঞ্চুরি রিয়ালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ‘ডেভেলপারস ফোরাম’, রিহ্যাবের সাবেক সহ সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে ‘নবজাগরণ’ প্যানেল এবং সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব ‘জয়ের ধারা’ প্যানেল ভোটে অংশ নিয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন