রাবিতে চবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৩.৭৫%

প্রকাশিত: মার্চ ২, ২০২৪; সময়: ৩:৩০ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাবি কেন্দ্রে উপস্থিতির হার শতকরা ৮৩.৭৫ শতাংশ।

শনিবার (২ মার্চ) দুপুরে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাবিতে ১৭ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ১৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী।

এতে অনুপস্থিত ছিলেন ২৮৯৫ জন শিক্ষার্থী। অর্থাৎ উপস্থিতির হার শতকরা ৮৩.৭৫ ভাগ। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আঞ্চলিক কেন্দ্র হিসেবে সকাল ১১টার দিকে শুরু হয় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা যা শেষ হয় দুপুর সাড়ে ১২টার দিকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন